ফরিদপুরের শেখ হাসিনার বিচার দাবিতে সমাবেশ…

পার্থ প্রতিম ভদ্র : শেখ হাসিনাকে খুনি আখ্যায় বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আলফাডাঙ্গা উপজেলা কৃষকদলের আয়োজনে সোমবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। যেখানেই আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। তিনি বলেন আওয়ামী লীগের শাসনামলে নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, অনেকে গুম খুনের শিকার হয়েছেন। এসব গুম খুনের অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে ফাঁসি দিতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আলফাডাঙ্গা উপজেলা কৃষক দলের আহবায়ক হাদি জিয়ার সভাপতিতে সমাবেশে বিএনপি ও কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।