ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাংবাদিকের মৃত্যু…..

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী-ভাঙ্গার আলগী ইউনিয়নের আঞ্চলিক সড়কের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুবরণকারী ওই সাংবাদিকের নাম মিরান মাতুব্বরের (৪৫)। তিনি দৈনিক বাংলা ৭১ পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মিরানের বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে। তিনি ওই গ্রামের আমির আলী মাতুব্বরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরান মাতুব্বরের ভাই সায়েম মাতুব্বর জানান,মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী – ভাঙ্গার আলগী আঞ্চলিক সড়কের চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামে মিরান মাতুব্বরের চালিত মোটরসাইকেলের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে।

এ গুরুতর আহত হন মিরান। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।