প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আন্দোলনে আহতদের সহযোগিতা প্রদান

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়ার স্বনামধন্য ব্যবসায়ী ও দৈনিক বজ্রপাত, মাটির ডাক পত্রিকার প্রকাশক সিহাব উদ্দিন। গত ২১ আগষ্ট রাতে কুষ্টিয়া প্রেসক্লাবের নিজস্ব হল রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিহাব উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন গণমাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে ধরা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে সকলের স্বাধীনতা আবারো ফিরে এসেছে। আমি বিশ্বাস করি দেশকে এগিয়ে নিতে স্বাধীন দেশের স্বাধীন গণমাধ্যম বড় ধরনের ভুমিকা রাখবে। 

এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নূরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, নির্বাহী সদস্য এমএ জিহাদ, দেলোয়ার হোসেন মানিক, আরিফ মাহমুদ, এস এম রাশেদ প্রমুখ। সভায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক তৌহিদি হাসান শিপলু।

মতবিনিময় সভার শেষাংশে ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নিজেই দোয়া মাহফিল পরিচালনা করেন সিহাব উদ্দিন। 

সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষ থেকে শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ দেড়শ জন আন্দোলনকারীর হাতে চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান প্রদান করেন স্বনামধন্য ব্যবসায়ী সিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান কুমার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিপন খান, যুবদল নেতা শাহীন প্রমুখ। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।