অনলাইন ডেক্স: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ক্যারিয়ারজুড়ে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্পষ্টবাদী হিসেবে পরিচিত। প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সবসময়ই খোলামেলা বক্তব্য দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের অভিজ্ঞতা নিয়ে পরীমণি বলেন, “আমি প্রেমে পড়ি না, প্রেম আমার উপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম যখন আমার উপর পড়ে, তখন একেবারে পিষে যাই।”
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পরীমণি জানান, “ভালো থাকার জন্য ব্যক্তিগত জীবনকে একটি নির্দিষ্ট বাউন্ডারিতে বেঁধে রেখেছি। কাজ ও পরিবার নিয়ে আমি সেখানেই থাকি। কারণ, আরও ভালো কাজ করতে চাই। পাশাপাশি আমার সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে এটি আমার বড় দায়িত্ব। এর বাইরে আর কিছু চাওয়ার নেই।”
জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি বলেন, “জীবন খুব সাধারণ রাখার চেষ্টা করি। যখন দুঃখ পাই বা কান্না করি, পাশে এমন কেউ থাকে না যে আমাকে সান্ত্বনা দেবে। নিজের কান্না নিজেই থামাই। আমি তো মানুষ, যা মানুষের হয়, তা-ই আমারও হয়। পরী বলে আমার কোনো স্বপ্নের মতো জীবন নয়; আমি মানুষের মতোই জীবন যাপন করি। আমার জীবনকে ভালোবাসি এবং এগিয়ে যেতে চাই।”
মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে পরীমণি আরও বলেন, “আমি কারও সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই বুঝে যাই, তার সঙ্গে দীর্ঘ সময় কাটানোর মতো জায়গা আছে কি না। যেখানে জমে না, সেখানে আমি থাকি না।”
পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ গত মাসে মুক্তি পেয়েছে। আগামী মাসে টালিউডে তার অভিষেক হতে যাচ্ছে। রহস্য-রোমাঞ্চ গল্পের সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে ১৭ জানুয়ারি। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।