প্রশাসন নীরব ……মদনে খাল দখল করে ঘর উত্তোলনের মহা উৎসব ……….

আলম খান, মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার পৌর সদর দেওয়ান বাজারের পাশ দিয়ে বয়ে গেছে অতি পুরনো সুমনখালী নামের খালটি, ভূমিদস্যুরা হাঁকডাক দিয়ে দিন দিন উপজেলার সরকারি এই খালটি দখল করে নিচ্ছে। খাল দখলে প্রতিযোগীতায় নেমেছে ভুমিদস্যুরা। উপজেলার দেওয়ান বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুমন খালী বা নালা এক সময় ধান বোঝাই বড় বড় নৌকা এই খাল দিয়ে চলাচল করত। খালটি ভূমিদস্যুদের কারণে আজ কোথাও নিশ্চিহ্ন আবার কোথাও সরু নালায় পরিণত হয়েছে।

১৭ আগস্ট রোজ শনিবার সরজমিনে গিয়ে দেখা যায় আরোও একটি নতুন ঘর উত্তোলন করছে দুলাল মিয়ার ছেলে বাবর আলী (৩০) (প্রিয়াঙ্কা)। সেই খালটি নানা কৌশলে দখলে নিলেও প্রভাবশালীদের ভয়ে কেউ উচ্চবাচ্য করতে পারছেন না। তবে নিরব হয়ে চুপ থাকলেও সচেতন মহলের মধ্যে গুঞ্জন চলছে। উপজেলা প্রশাসনের নজরে না আশার  কারণে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে চাপা ক্ষোভ বিরাজ করছে।

খালটি দখলে নিয়ে দোকান পাট ব্যবসা-বাণিজ্য করছে কিছু অসাধুমহল। উপজেলা প্রশাসনও রহস্যজনক কারনে নীরবতা পালন করছে। এতে করে আরও উৎসাহী হচ্ছে ভূমিদস্যুরা। এই সুযোগে ভূমিদস্যুরা দিনের পর দিন খাল দখল করে একের পর এক অবৈধ  স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। প্রশাসনের নাকের ডগায় একের পর এক খাল দখল করে  স্থাপনা নির্মিত হচ্ছে।

বিভিন্ন স্থানে খালের মাঝ পর্যন্ত মাটি ভরে ঘর নির্মাণ করেছে ভূমিদস্যুরা। সবকিছু দেখেও উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। মদন পৌর সদরে দেওয়ান বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মগড়া নদীর পাড় থেকে আগের হাওরের মিলিত হয়েছে এই খালটি।

বাঁকে বাঁকে দীর্ঘ এই খালটি ব্যাবসা প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ি নির্মান করে খালটি দখল করা হয়েছে এবং এর ফলে পানির  স্রোত বন্ধ হওয়ায় বিভিন্ন অংশ নালায় পরিনত হয়েছে। এর কারণে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি জমা হয়ে উপজেলার দেওয়ান বাজারে বিভিন্ন এলাকা পানি জমে নদী রূপে পরিণত হয়ে যায়।

একাধীক স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, দেওয়ান বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সুমন খালী খালটি খনন করা একান্ত প্রয়োজন। মগড়া নদী থেকে সংযোগ ছিল এই খালটি। খালটি খনন’ করা হলে হাওরে অনেক মাছ আসতো, নদীর সাথে এর সংযোগ থাকার কারণে হাওর থেকে অতি দ্রুত  পানি নেমে যেত এতে করে কৃষকের অনেক উপকার হত। এই খালটি দখল করে বাড়িঘর দোকানপাট করায় হাওরের মাছও আসে না পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এলাকাবাসীর খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম তালুকদার বাবুল মিয়া বলেন, সুমন খালি খালটি খনন করা অতি জরুরি হয়ে পড়েছে। আমি একজন জনপ্রতিনিধি  হিসাবে এবং এলাকার সাধারণ মানুষের পক্ষে  দাবি জানাই অতি তাড়াতাড়ি এই খালটি খনন’ করার জন্য।

এই খালটি দখলে ও মৃতপ্রায় অবস্থার কারণে নৌকায় করে বাজারে আসা, স’মিল ও ধান মিলে ধান নেয়া, বাজারের মালামাল বহনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবসায়ী ও কৃষকরা সমস্যায় পড়েছেন। এ ছাড়া খালটি নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই আশপাশে জলাবদ্ধতা দেখা দেয়। দেওয়ান বাজার সংলগ্ন-এই  খালটি ভরাট করে বাড়ি নির্মানের কাজ করার বিষয়টি চোখে পড়ার মতো ………প্রশাসন নীরব।

সরকারি জমি দখল করে ঘর উত্তোলনের করছে বাবর আলীর। এ বিষয়ে  বাবর আলী ( প্রিয়াঙ্কা ) বলেন, সরকারি জমিতে অনেকেই ঘর করেছে তারা যদি ভেঙে ঘর ভেঙ্গে নিয়ে যায়, তবে আমিও নতুন করে ঘর করবো না।

এ বিষয়ে মদন পৌরসভার ভূমি অফিসের তৌহশিলদার  নায়েব  রূপক বলেন, আমি সরজমিনে গিয়ে  নিষেধ করে এসেছি ঘর না করার জন্য। সরকারি জমি দখল করে ঘর উত্তোলনের বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ তিনি বলেন, মদনে সরকারি জমি দখল করে ঘর উত্তোলন করছে বিষয়টা আমি ইউএনওকে দেখার জন্য নির্দেশ দিচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।