প্রথিতযশা সাংবাদিক আনিসুজ্জামান ডাবলুর জন্মদিন পালিত

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর জন্মদিন পালিত হয়েছে। গতকাল কুষ্টিয়া শহরের তমিজ উদ্দিন সুপার মার্কেটে দৈনিক দিনের খবর পত্রিকা কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, নিউজ টোয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন ও দৈনিক দিনের সমাচারের সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি চয়ন আহম্মেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।