অনলাইন ডেস্ক: চলতি বিপিএল আসরের উদ্বোধনী ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হারলেও ঘুরে দাঁড়িয়েছে চিটাগং কিংস। পরবর্তী চার ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে দারুণ ফর্মে রয়েছে মোহাম্মদ মিথুনের দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ম্যাচে খুলনাকে ৪৫ রানে হারিয়ে প্রতিশোধ নিল তারা। এই জয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে চিটাগং।
চিটাগংয়ের পাহাড়সম স্কোর
প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২০০ রানের বিশাল স্কোর। টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ওপেনিং জুটিতে উসমান খান দ্রুত আউট হলেও গ্রাহাম ক্লার্ক ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত পারফর্ম করেন। তাদের ১২৮ রানের জুটিতে ভিত্তি পায় চিটাগংয়ের ইনিংস।
ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত সেঞ্চুরি করেন। মাত্র ৫০ বলে ১০১ রান করেন তিনি, যেখানে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। চলতি বিপিএলের এটি পঞ্চম সেঞ্চুরি এবং চিটাগংয়ের হয়ে দ্বিতীয়। ক্লার্কের ইনিংসের সুবাদে তিনি রান সংগ্রহে সেরা পাঁচে উঠে এসেছেন এবং গড়ে শীর্ষে রয়েছেন।
খুলনার হতাশাজনক ব্যাটিং
জবাবে, ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স সংগ্রহ করতে পারে ১৫৫ রান। তাদের ব্যাটিং লাইনআপ কখনোই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন দারউইস রাসুলি। এছাড়া মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ২০ বলে ২৫ রান।
চিটাগংয়ের বোলারদের মধ্যে স্পিনার আরাফাত সানি ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। পেসার খালেদ আহমেদও ২ উইকেট তুলে নেন। শরিফুল হাসানের ঝুলিতেও ছিল দুটি উইকেট।
পয়েন্ট তালিকায় অগ্রগতি
এই জয়ে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে চিটাগং। রানরেটে ফরচুন বরিশালকে পিছিয়ে দিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, শীর্ষে রয়েছে রংপুর, যারা ৭ ম্যাচে সবকটিতে জয় পেয়ে ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।
চিটাগং কিংসের এমন পারফরম্যান্স তাদের বিপিএলের অন্যতম শীর্ষ প্রতিযোগী হিসেবে প্রমাণ করছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও তাদের ধারাবাহিকতা ধরে রাখার দিকে নজর থাকবে।