প্রতারণা ও জালিয়াতি করে কোটি কোটি টাকার মালিক,,,,,,,,,,,, 

কাজী মোস্তাফিজুর রহমানকে ধ্বংস করার নেপথ্যে……. মমিন উল্লাহ ও হাফিজুর রহমান বাবুর, লাগাম ধরবে কে….?

স্টাফ রিপোর্টার : বিসিক ১২, বিসিক ১৫০ মালিকপক্ষ হাফিজুর রহমান বাবু ও মমিনুল্লাহর অত্যাচারে অতিষ্ঠ কাজী মুস্তাফিজুর রহমান।।।। ভয় ভীতি, হুমকি, মিথ্যা মামলায় ফাসিয়ে, জীবনের বড় ধরনের ক্ষতি করায় ব্যস্ত  হাফিজুর রহমান বাবু ও মমিনউল্লা। কাজী মুস্তাফিজুর রহমান জানান,  গত ২৪ শে নভেম্বর 1630 নং জিডিতে, বিবাদী হাফিজুর রহমান বাবু, পিতা মরহুম জয়নাল আবেদীন,২ নং মমিনুল্লাহ, পিতা আব্দুল আউয়াল, গত ২৩-২৪ বছর যাবত বিবাদীগণ জায়গা ভাড়া সংক্রান্ত বিষয়ে মদিনা ওয়াসিং কোম্পানির পরিচালক কাজী মোস্তাফিজুর রহমানকে নানা অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম সহ হুমকি, ধামকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন উপরোক্ত দুইজন বিবাদীগণ।

টঙ্গি পূর্ব থানায় কতিপয় প্রশাসনকে  উৎকোচ দিয়ে বিভিন্নভাবে সকলের মুখ বন্ধ করে হাফিজুর রহমান বাবু নানাভাবে  মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলেন, কাজী মুস্তাফিজুর রহমান। 

মমিন উল্লাহর সাথে মুঠো ফোনে কথা বললে, তিনি জানান, আমার অফিসে কোন সাংবাদিকদের ঢোকার অনুমতি নেই। সময় পেলে আমি আপনাদের সাথে দেখা করব উত্তরায়। 

বিসিক মালিক সমিতির সভাপতি তানভীর জানান, দীর্ঘ বছরের মামলা চলমান উক্ত ব্যক্তি গণের মধ্যে, আমি কি করতে পারি। সভাপতির করণীয় আছে কি, জানতে চাইলে, তিনি বলেন, অবশ্যই করণীয় আছে, আমরা করব, 

এস আই এহতেশাম মুঠো ফোনে কথা বললে, তিনি বলেন, জিডি নাম্বার পেয়েছি। দেখি কি করা যায়। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।