পূর্বধলায় সাবেক সংসদ সদস্য সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় এক ব্যবসায়ীর ইটভাটা থেকে প্রকাশ্যে দিবালোকে ইট লুটের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও পুলিশসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীর নামসহ ও অজ্ঞাত ৪০/৫০জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) নেত্রকোণা বিজ্ঞ দ্রæত বিচার আদালতে মামলাটি করেন উপজেলার জারিয়া ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুল গণি তালুকদাদের ছেলে মানুষউড়া গ্রামের নজরুল ইসলাম তালুকদার।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৭ সালে নজরুল ইসলাম প্রায় কোটি টাকা খরচ করে মানুষউড়া গ্রামের ফজলুল হক তালুকদারের বাড়ির পাশে একটি ইট ভাটা তৈরীর প্রস্তুতিনেন। ইটখলা তৈরীর জন্য ৫ লক্ষ ইট এনে রাস্তার পাশে রাখেন। খবর পেয়ে সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল ইট ভাটা তৈরীতে বাধা দেন এবং ইটখলা তৈরি করতে হলে তাকে ৫০লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় ইটখলা তৈরি করতে দিবে না। নজরুল ইসলাম চাঁদা দিতে অস্বিকার করলে এমপি ক্ষিপ্ত হয়ে পূর্বধলা থানার পুলিশ ও তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২০১৭ সালের ২৪ অক্টোবর সকালে ইটখলায় গিয়ে নজরুল ইসলামকে ঘেরাও করে।

এসময় এমপি বেলালের হাতে থাকা রিভালবার, সন্ত্রাসী বাহিনীর রামদা, কিরিচ, ছোরা প্রদর্শন করে নজরুল ইসলাম ও তার পরিবারকে ভয় ভীতি দেখিয়ে জনসম্মুখে পাঁচ লক্ষ ইট লুট করে দিনভর ট্রাকে ও হেনট্রলি দিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার সাবেক ওসি অভিরঞ্জন দে, থানার পুলিশ, এমপির দুই সহচর ফেরদৌস, উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাসুদ আলম টিপু, আওয়ামী লীগ নেতা ওয়াসিম সিং, নূরুল আমিন, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন শান্তি, দেউটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজেদা খাতুন ও সাংবাদিক ওয়াদুদসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ওই ইট লুটপাট করেছে।

তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বাধা ও প্রতিবাদ করার সাহস পাননি তিনি। এর আগে একাধিকবার চেষ্টা করেও আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।

বাদীর আইনজীবি রফিকুল ইসলাম খান জুয়েল জানান, মামলাটি দায়েরের পর বিজ্ঞ বিচারক আশরাফুন্নাহার ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *