পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত।। 

এম এস আই জুয়েল পাঠান: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।জানা গেছে, পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো: মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *