পুলিশ দেশের জনগণকে নিরাপত্তার চাদরে ও শান্তিতে রাখার জন্য কাজ করে… জিএমপি কমিশনার নাজমুল করিম খান….

এম এস আই জুয়েল পাঠান: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, পুলিশ মানবতার সেবা করে থাকে। জনগনের সেবা দিয়ে থাকে। পুলিশ জনগনকে নিরাপত্তার চাদরে ও শান্তিতে রাখার জন্য কাজ করে।

 ১১ মার্চ টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দিয়ে জিএমপি কমিশনার কথা বলেন।

কমিশনার বলেন, এতিম অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের গণইফতার একটি মানবতার কাজ, একটি সেবামূলক কাজ। সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা সেবামূলক কাজে সব সময় পাশে থাকবো।

গাজীপুরে এই প্রথম সুবিধাবঞ্চিত মানুষের জন্য গণইফতারে পুলিশ কমিশনারকে স্বাগত জানিয়ে গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নান স্যার এর ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে। প্রতিদিন ইফতারের পূর্বে বেগম জিয়ার রোগমুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল পরকাল বাসীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে।

এই গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় যা ৮ মার্চ পর্যন্ত চলে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ  সম্পাদক গাজী সালাউদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গীর গণইফতার কার্যক্রম চলছে। এ সময় আরও উপস্থিত ছিলেন,জিএমপির উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ( ডিসি) জনাব এস এম নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত  কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম । গাজীপুর মহানগর ছাত্রদল এর সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।