পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস

বিশেষ প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মনে করেন, পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি বলেছেন, ভবিষ্যতে যদি পুনঃতদন্ত হয়, তবে তিনি তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো জানাতে আগ্রহী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সোহেল তাজ ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে তার মতামত প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, “সত্য বলার সময় এসেছে। সত্যই হলো সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল তার আত্মসম্মান এবং মর্যাদা, আর সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার এবং ঢাল।”

তিনি আরও বলেন, “আপনারা যারা কোনো প্রমাণ ছাড়াই আমাকে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলছি—এটা ঠিক কাজ নয়। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব এবং মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে, আমি আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো জানাতে চাই।”

পোস্টের শেষে সোহেল তাজ বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখেছেন, “যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি রাজনীতিতে ফিরে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলছি, ‘ডোন্ট ওরি।’ এই নোংরা ও পচা রাজনীতিতে ফিরে আসার কোনো ইচ্ছা নেই; আপনাদের মতো যথেষ্ট লোকই আছেন।”

সোহেল তাজের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।