নিজস্ব প্রতিনিধি : ২১ মার্চ শুক্রবার ২০ রমজান,বৈকাল ৪ ঘটিকার সময়,পিরোজপুর শহীদ ওমর ফারুক মিলনায়তনে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত দায়িত্ব এবং মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।
অনুষ্ঠানটি মাওলানা আব্দুল হক কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেন,অতঃপর সাধারণ সম্পাদক এস.এম.আবু জাফর এর সঞ্চালনায় এবং এস.এম.সোহেল বিল্লাহর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান। জেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বন কর্মকর্তা মো. মোতালেব মিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম সোহাগ।প্রেসক্লাবের সাবেক সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু। পিরোজপুর সদর উপজেলা স্কাউটসের সভাপতি মো. মাসুম বিল্লাহ।পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ- সভাপতি এম.এ. জলিল,সহ-সভাপতি মো.নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো.শাহিন ফকির,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল কবির বশির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন,দপ্তর সম্পাদক এম. এ. নকিব নাসরুল্লাহ, কোষাধ্যক্ষ সাদী মো. হিমেল, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার মোস্তফা কিঞ্জল, মেহেদী হাসান নয়ন,সাগর মৃধা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তারা সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা,পেশাগত নৈতিকতা ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সমাজ গঠনে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সাংবাদিকদের কাজে বাধা প্রদান,মিথ্যা মামলা ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সকলকে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে মাওলানা খলিলুর রহমান দেশ ও জাতির কল্যাণ,বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ামোনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।