পালানো ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ থেকে কোনো দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চারজনকে আটক করেছে বিজিবি।

বুধবার (৭ আগস্ট) রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়ের পর কিছু দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। এ অবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে একজন, যশোরের বেনাপোল থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুজনকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে ০১৭৬৯-৬০০৬৮২ ও ০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।