পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১….

রোমান হোসেন, সাভার : সাভারে চাঞ্চল্যকর মুক্তার হত্যাকাণ্ডের আসামি রনি প্রামাণিককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পুরাতন স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মিজানুর রহমানের গ্যারেজের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মুক্তার (৩৪) নামে একজন খুন হন। মৃত মুক্তারের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামে। তার পিতার নাম মৃত আজিজ মিয়া। মৃত মুক্তার সাভারের আমিনবাজারের বড়দেশীতে বসবাস করতো এবং রাজধানী পরিবহনের হেলপারের কাজ করতো।

আসামি রনি প্রামাণিক (২৩) মৃত মুক্তারের বন্ধু ছিল। রনি প্রামাণিকের বাড়ি পাবনার বেড়া থানায়। তার পিতার নাম শহিদ প্রামাণিক। সে-ও সাভারের আমিনবাজারের বড়দেশী পশ্চিমপাড়ায় থাকতো।

বন্ধুত্বের সুবাদে মৃত মুক্তার আসামি রনি প্রামাণিকের নিকট টাকা ধার নেয়। এই ধারের টাকাকে কেন্দ্র করে আসামি রনি প্রামাণিক তার হাতে থাকা কাঁচি দিয়ে মুক্তারকে খুন করে। পরবর্তীতে এই ঘটনার বিষয়ে মৃত মুক্তারের স্ত্রী শাহানাজ সাভার মডেল থানায় একটি এজাহার দায়ের করলে ৯ নভেম্বর সাভার মডেল থানার মামলা রুজু হয়।

সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞার নেতৃত্বে এস আই মো. ফয়সাল আলমের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬ নভেম্বর পাবনা আমিনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চায়ের দোকানের সামনে থেকে আসামি রনি পরামানিককে (২৩) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি ধারালো পুরাতন স্টিলের কাঁচি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি ভিকটিমকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করার কথা স্বীকার করেন।

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।