সোহাগ রানা গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজামাজোলা গ্রামের এক স্বামী তাঁর স্ত্রীকে পরকীয়ার সম্পর্ক থেকে ফেরাতে গেলে মারধর, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি তার স্ত্রীর পরকীয়া প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মো. রাজু মিয়া (৩২) শ্রীপুর উপজেলার নিজামাজোলা গ্রামের মৃত সিরাজুল বক এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজু মিয়ার স্ত্রী (২৫) পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন প্রতিবেশী মো. জামাল মিয়া (৩২) ও তার ভাই মো. মহিউদ্দিন (মইজ্যা)-এর (৩২) সঙ্গে। রাজু মিয়া জীবিকার তাগিদে বাইরে চাকরি করেন এবং মাঝে মাঝে বাড়িতে এসে ছেলের সঙ্গে দেখাশোনা করতেন। এই সুযোগে স্ত্রী তার পরকীয়া প্রেমিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।
বিষয়টি জানার পর রাজু মিয়া তার স্ত্রীকে পরকীয়া থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করেন এবং ইসলামিক শরীয়ত মোতাবেক ও কাবিন মূলে ঘর-সংসার করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী এবং দুই পরকীয়া প্রেমিক জামাল ও মহিউদ্দিন তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
অভিযোগকারী রাজু মিয়া জানান, গত ২২ নভেম্বর (শনিবার), আনুমানিক সকাল ৯টার দিকে তিনি তার শাশুড়িকে নিয়ে বাইরে ছিলেন। এ সময় তার স্ত্রী, জামাল ও মহিউদ্দিন তার বসতবাড়ির সামনে এসে প্রকাশ্যে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় রাজু মিয়া প্রতিবাদ জানালে তারা সংঘবদ্ধভাবে তাকে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও অতিরিক্ত ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও উল্লেখ করেন, তার স্ত্রী পরকীয়া প্রেমের টানে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর ছেড়ে চলে গেছেন।
অভিযোগকারী মো. রাজু মিয়া ন্যায়বিচারের জন্য তার স্ত্রী এবং পরকীয়া প্রেমিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।