অনলাইন ডেক্স: পবিত্র শবে বরাত-১৪৪৬ হিজরি উপলক্ষে আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন।
রাত ৭টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন।
পরে রাত ৮টা ৫০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. খলিলুর রহমান মাদানি লাইলাতুল বারাআতের গুরুত্ব তুলে ধরে ওয়াজ করবেন।
রাত সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা এবং করণীয় বিষয়ক ওয়াজ করবেন।
দিবাগত রাত সোয়া ২টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করবেন।
এছাড়া, ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।
এই অনুষ্ঠানমালার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন শবে বরাতের মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে মুসলিম সম্প্রদায়ের মাঝে ধর্মীয় জ্ঞান ও পুণ্য অর্জনের সুযোগ সৃষ্টি করবে।
তথ্যসূত্র: বাসস