পদ্মাসেতু হয়ে আজ থেকে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেক্স: আজ থেকে পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। নতুন দুটি যাত্রীবাহী ট্রেন পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল রুটে চলবে।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান এই রুটের ট্রেন চলাচল উদ্বোধন করবেন। রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার থেকে এই দুটি ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনে এবং নির্ধারিত স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন। ট্রেন দুটি সপ্তাহে একদিন, সোমবার সাপ্তাহিক বিরতিতে থাকবে।

নতুন রুটে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস চলবে। যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নতুন ট্রেনে ঢাকা থেকে খুলনা বা বেনাপোল পৌঁছাতে মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগবে, যেখানে আগে খুলনা যেতে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগত।

‘জাহানাবাদ এক্সপ্রেস’ (৮২৫) খুলনা থেকে ভোর ৬টায় ছাড়বে এবং সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ নম্বর ট্রেনটি রাত ৮টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে।

‘রূপসী বাংলা এক্সপ্রেস’ (৮২৮) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে পৌঁছাবে। বিপরীতমুখী ট্রেন (৮২৭) দুপুর ৩টা ৩০ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেন দুটি যাত্রাপথে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন, যশোর, নড়াইলসহ বিভিন্ন স্টেশনে বিরতি দেবে। প্রতিটি ট্রেনে ১২টি কোচ থাকবে, যার মধ্যে মোট ৭৬৮টি আসন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *