পটুয়াখালীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী

অনলাইন ডেক্স: জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীতে মাহফিলে অংশ নেবেন। পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিতব্য এই মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোমবার সকালে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ফাউন্ডেশনটি মাহফিলের আয়োজন করছে।

আব্দুল্লাহ আন নাহিয়ান জানান, “শায়েখ আজহারী এবার দেশে মাত্র ৮টি প্রোগ্রাম করবেন বলে জানিয়েছেন। পটুয়াখালীতে তাঁর একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শায়েখের ব্যক্তিগত সহকারী (পিএস) প্রফেসর মোশাররফ হোসেন পটুয়াখালী এসে মাহফিলের স্থান পরিদর্শন করেছেন।

এর আগে, গত শুক্রবার কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর গুলদি তাফসীর ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন শায়েখ আজহারী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।