নেত্রকোনা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা উভয়দল কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন….

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা ক্রাইম রিপোর্টারঃ নেত্রকোনা জেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা উভয়দল কেন্দুয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন। ২০ জানুয়ারি সোমবার বিকেলে নেত্রকোনা জেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

জেলার সদর উপজেলার পৌর শহরে মুক্তারপাড়া খেলার মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলাটি (বালক) উপজেলার কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দুয়া) বনাম (মোহনগন্জ) উপজেলার মধ্যকার ফুটবল টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়, এতে কেন্দুয়া উপজেলা ১-০ গোলে জয়লাভ করে।

২য় খেলা (বালিকা) উপজেলার দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দুয়া) বনাম (মদন) উপজেলা মধ্যকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, এতে কেন্দুয়া উপজেলা ৬-০ গোলে জয়লাভ করেন। বালক ও বালিকা দুটি দলই কেন্দুয়া উপজেলার চ্যাম্পিয়ন হয়েছেন। খেলা শেষে দু’টি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। চ্যাম্পিয়ন হাতে নিয়ে আনন্দে উল্লাসিত হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *