নেত্রকোনার মদনে ১২ সেপ্টেম্বর, ২০২৪ বিশ্ব ওজোন সুরক্ষা দিবস পালিত হয়েছে। 

ওজোন স্তরের ক্ষয় ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। 

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হয় এ উপলক্ষে  আঞ্চলিক সমন্বয়কারী বারসিক মোঃ ওয়াহিদুর রহমান, প্রভাষক মোঃ ইমাম হোসেন মেহেদী, আহবায়ক, সবুজ  সংহতি,

 নাফিসা আনজুম ইমাম প্রাপ্তি,যুব সংগঠন, যুব ধারা সংগঠনের সভাপতি কামরুজ্জামান প্রিয়ম, সম্মিলিত  যুব সমাজ।  সমন্বয়ক আবু সাঈদ খান,  যুব সমাজ। মেহরিন যুব সংগঠক, এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ দিবসটি উপলক্ষে  এক র‍্যালি আয়োজন করা হয়।

১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনটিতেই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস হিসেবে। বাংলাদেশে ১৯৯০ সালে এই মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। 

(১৬ সেপ্টেম্বর ২০২৪ এর পরিবর্তে) – ১২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার 

বিশ্ব ওজোন দিবসটি পালন করা হয়েছে মদনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।