নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পূবাইল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।এ জনসভায় গড়াডোবা ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।
ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূইয়া অপুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সাফিন আহমেদ ভূইয়া, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালূকদার সবুজ, শহিদুল ইসলাম , গজনবী ধানিয়েলসহ আরও অনেকে।
এ সময় দেলোয়ার হুসেন ভূইয়া বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আর ৩১ দফা কি তা জনগণকে জানাতে হবে। আমরা জাতীয়তাবাদি দলের আদর্শে অনুপ্রানীত হয়ে দীর্ঘ র্দিন ধরে রাজনীতি করে আসছি। এই ফেসিবাদ সরকারের আমলে মামলা হামলার শিকার হয়েছি। জেল খেটেছি বহুবার। আমরা তারেক রহমানের নেতৃত্বে তারই নির্দেশে কাজ করে যাচ্ছি। আসুন আমরা তারেক রহমানের নির্দেশ মেনে হাতে হাত রেখে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।