নেত্রকোনায় মাদক ও জুয়া সম্রাটদের বিরুদ্ধে এলাকবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা : “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে বারহাট্টা মাদকদ্রব্য ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়া বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চিরাম ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাস্টার, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, ইসতিয়াক হোসেন রাসেল, শিক্ষক বিজয় সরকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মৌলা মিয়া, আমির হোসেনসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস আজ সমাজ ও পরিবার ধ্বংসের অন্যতম কারণ। মাদকের কারণে যুব সমাজ বিপথে যাচ্ছে এবং অপরাধ বাড়ছে, নেশার টাকা যোগার করতে অনেকে ছিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে। এলাকায় মাদক-ছিনতাই বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বক্তৃতারা আরও বলেন এলাকার মাদক ব্যবসায়ী মানিক মিয়া, বিএনপির নেতা মোস্তফা কামাল, মুরাদ আহমদ, থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, রতন মিয়া, ছোটন আহমেদকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এলাকার মাদক ব্যবসা ও জুয়া নিয়ন্ত্রণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com