নেত্রকোনায় চুরির অপবাদে  হতদরিদ্র চা,য়ের দোকানদার পরিবারকে গ্রাম ছাড়া করলো প্রভাবশালী মাতাব্বররা….

বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান : এক যুবককে জোর করে দরবারে এনে গালমন্দ করে চুরির অপবাদ দিয়ে ২৪ হাজার ১০০শত টাকা জরিমানা ধার্য করেন গ্রামের কয়েকজন প্রভাবশালী মাতব্বর।

৪ দিনের ভিতরে জরিমানার টাকা না দিতে পারলে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

গ্রামের মাতব্বর তালেব মিয়া(৫০), সালাম মিয়া (৫৫), ইউপি সদস্য  রিপন মিয়া (৪৫), সাবেক ইউপি সদস সুলতু মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৪০),এমন ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার পরশখিলা গ্রামে। 

এ ঘটনা ভুক্তভোগী যুবকের পিতা  চা, বিক্রেতা আজীভক্ত  নিজেই বাদী হয়ে গতকাল ১৫ নভেম্বর দিবাগত রাতে ৫ জন  মাতাব্বরের নাম উল্লেখ করে  লিখিত অভিযোগ দায়ের করেন মদন থানায় তাদের বিরুদ্ধে।অভিযোগ ও  পুলিশ সূত্রে জানা যায়,

মদন ইউনিয়নের পরশখিলা গ্রামের শেওলা মিয়ার অটো রিক্সার ৪টি ব্যাটারি চুরি হয় গত কয়েকদিন আগে।অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার অটো রিক্সার ব্যাটারি খুঁজে পায়নি।

পরবর্তীতে গত ৯ নভেম্বর রোজ শনিবার দিবাগত রাতে গ্রামের সমিতির ঘরে একটি দরবার শালিস বসেন গ্রামের কয়েকজন মাতব্বর মিলে। 

দরবার শালিসে  গ্রামের কয়েকজন কুচক্র মহল মাতব্বর পরিকল্পিতভাবে আজীভক্ত এর ছেলে শাহানুর (১৮)কে চুর দোষী সাব্যস্ত করেন। 

দরবার শালিসে হতদরিদ্র চা, বিক্রেতা  আজিভক্ত ঔ  তার ছেলে শাহানুর কে চোর দোষী করে ৪টা ব্যাটারির মূল্য ধরে ২৪ হাজার ১শত টাকা জরিমানা করেন। 

জরিমানার  ২৪ হাজার একশত টাকা ৪ দিনের ভেতরে না দিতে পারলে গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশও করেন গ্রামের ৫ জন  মাতব্বর  মিলে। 

জরিমানার টাকা দিলেও  গ্রাম ছেড়ে চলে যেতে হবে, জরিমানার টাকা না দিলেও গ্রাম ছেড়ে চলে যেতে হবে তাদের পরিবারের লোকজনকে নিয়ে। 

পরবর্তীতে ৪ দিনের ভিতরে জরিমানা  টাকা না দিতে পেরে হতদরিদ্র চা, বিক্রেতার পরিবারের লোকজন  গ্রাম থেকে চলে গিয়ে আশ্রয় নিয়েছে মামার বাড়িতে। প্রভাবশালী  মাতাব্বরদের ভয়ে  এলাকার কোন লোক মুখ খুলছে না। সর্বস্ব হারিয়ে ও মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে হতদরিদ্র চা, ক্রেতা এখন দিশেহারা হয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয়ও নিয়েছে।

জরিমানার বিষয়ে গ্রামের মাতব্বর বর্তমান ইউপি সদস্য রিপন মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান,আমরা গ্রামের দরবার  সালিশে বসে সিদ্ধান্তে আজি ভক্তর ছেলেকে ব্যাটারি বাবদ ২৪ হাজার ১০০ টাকা ধার্য করা হয়েছে কিন্তু জরিমানা করা হয়নি তাকে।এ বিষয়ে আরেক মাতব্বর সালাম বলেন, দরবার শালীসে আজি ভক্তের গোষ্ঠীর লোকজন মেনে নিয়েছে ব্যাটারি বাবদ ২৪ হাজার ১০০ টাকা দিয়ে দিবে আমরা তাকে জরিমানা করিনি। 

 এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নাহিদ হাসান বলেন, হতদরিদ্র চা, বিক্রেতাকে ছেলেকে চুরির  অপবাদের জরিমানার একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।