নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিশের নেত্রকোণা-১ আসনের মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর রিকশা প্রতীকের পক্ষে এক হাজারের বেশি মোটর সাইকেলের শোডাউন হয়েছে।

সোমবার সকাল থেকে সংসদীয় আসন এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শোডাউন ও পথসভা করে দলটির নেতা-কর্মীরা।

সকালে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উপজেলায় প্রবেশ করে। পরে দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়নের জনসংযোগ চালানো হয়।
এসময় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন,এমপি প্রার্থী গোলাম রব্বানী,দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান,সহসভাপতি মুফতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান,কলমাকান্দা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি,সাধারণ সম্পাক হাফে আমিনুল ইসলাম।

এ সময় গোলাম রব্বানী বলেন,ধর্ম বর্ণ ভিন্ন মতসহ সবাইকে নিয়ে খেলাফতের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। আগামী নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দেযার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com