নেত্রকোণার ধনু নদ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার, সংঘর্ষে নিখোঁজের পর মিলল লাশ

চ্যানেল7বিডি ডেক্স: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে নাওটানা এলাকার আশালিয়া ঘাট সংলগ্ন স্থান থেকে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের পরিচয়
নিহতরা হলেন—
শহীদ মিয়া (আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকা)
হৃদয় মিয়া (কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকা)
রোকন মিয়া (মদন উপজেলার বাগজান গ্রাম)

সংঘর্ষের জেরে নিখোঁজ, নদীতে মিলল লাশ
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীতে ইজারা দেওয়া জলাশয়ে মাছ শিকারকে কেন্দ্র করে রসুলপুর ফেরিঘাট এলাকায় জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শতাধিক পিকআপ, অটোরিকশা ও সিএনজি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মদন উপজেলার রোকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়ার হৃদয় মিয়াসহ কয়েকজন নিখোঁজ হন।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে আটক করে।

পুলিশের বক্তব্য
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *