নেত্রকোণায় হত্যা মামলায় একজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

গজনবী বিপ্লব, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মো. মিলন মিয়া (২০) হত্যার মামলায় মো. শাহজাহান মিয়া (২১) নামে একজনের মৃত্যুদন্ড ও মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়া নামে আপর একজনকে যাবজ্জীবন (সশ্রম) কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একইসাথে রায়ে  ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান  আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম  রায়ের বিষয়টি নিশ্চিত করেন। সাংবাদিকদের কাছে পিপি আবুল হাসেম  রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান বলেন, তারা সঠিক বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারী স্কুল মোড়ে ব্যবসা করে আসছিলেন। একই এলাকায় মো. শাহজাহান মিয়াও ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়ায়িক লেনদেনও ছিল। এ সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল।এরমধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারীতে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা হাওলাত নেন। হাওলাত টাকা ফেরৎ চাইলে শাহজাহান মিয়া তার মোটর সাইকেল বিক্রি করে টাকা পরিশোধ করবেন  বলে জানায়।

এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারী রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। পরদিন বাড়ির অদূরে  পড়ে থাকা অবস্থায় মিলনের লাশ উদ্ধার করে  পুলিশ । এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারী নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে মো. শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন। যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমানীত হওয়ায় নেত্রকোণা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান  এ রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *