নেত্রকোণায় ধান খেত থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

গজনবী  বিপ্লব নেত্রকোণা : নেত্রকোণায় ধান খেত থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার নেত্রকোণার পূর্বধলায় ধান খেত থেকে ভাড়ায় মোটর সাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

চালক রুবেল মিয়া (২৫)  উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।  তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার  জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধান খেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।  

পূর্বধলা থানার ওসি  মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাতে ওসি জানান,  বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে মোটরসাইকের নিয়ে বের হয়ে যান রুবেল। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার বেহি নামক বিলের পাশের ধান খেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।  পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে । তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।  পরিবারের লোকজন গিয়ে লাশ সনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করে লাশ ফেলে যায়।

উপজেলার জারিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানায়, দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে আছে। তবে তার পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল। নিহতের বাবা আবুল কাসেম বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারারাত খুঁজেছি। আক বিকেলে  ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে। 

 ওসি  মোহাম্মদ নূরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনসহ হত্যায় জড়িতদেন ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *