জেলা প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয় শহীদ সেনা দিবস ও পিলখানা হত্যাযজ্ঞের বিচারের দাবিতে এক সেমিনার অনুষ্টিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুম মিলনায়তনে জেলার সকল নাগরিকের পক্ষে সচেতন সমাজের উদ্যেগে সেনা দিবস প্রতিপাদ্য বিষয়ে একটি সেমিনার অনুষ্টিত হয়। এই সেমিনারে পিলখানায় সেনা অফিসারদের নির্বিচারে হত্যাযজ্ঞে জরিতদের বিচারের দাবি জানায় জেলার সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজনরা। নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা এবং গভেষক, নেত্রকোণা ৩ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী, ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট, জি ৯ বাংলাদেশ। প্রতিষ্টাতা সভাপতি আটপাড়া প্রেসক্লাব, নেত্রকোণা। চেয়ারম্যান, বাউল রশিদ উদ্দিন একাডেমি নেত্রকোণা। সাবেক নির্বহী সদস্য যুক্তরাজ্য বিএনপি। ১৯৭১ এর মুক্তিযোদ্ব বিষয়ক গভেষক, নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মিডিয়া ব্যাক্তিত্ব মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি (অবঃ) । এই সেমিনারে আরও বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্বা হায়দার জাহান চৌধুরী, সচেতন নাগরিক সমাজের তারুন্যের কবি তানভির জাহান চৌধুরীসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মেজর সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি (অবঃ) বলেন, পিলখানা হত্যাকান্ড একটি পরিকল্পিত হত্যা কান্ড। ৫৭ জন সেনা অফিসারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ফেসিষ্ট আওয়ামীলীগ সরকার দেশকে মেধা শুন্য করার লক্ষে এবং দেশে বিশৃঙ্খলা শৃষ্টি করাই ছিল তাদের উদ্যেশ্য। সুপরিকল্পিত ভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা। ফেসিষ্ট হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রনালয় অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তাদের অপরাধ ঢাকতে বিনা অপরাধে নিরিহ বিজিবি সদস্যদের জেল পাঠানো হয়েছে। পরিবারে উপার্জনশীল ব্যাক্তি না থাকার কারণে পরিবারগুলি আর্থীক সংকটে ভোগেছে। সেনা অফিসার ও সদস্যদের হত্যা করে তাদের সন্তানদেরকে এতিম করা হয়েছে। আজ জালিমের বিরুদ্বে আল্লাহর কাছে এতিদের দোয়া কবুল হয়েছে। এই কারণে জালিম আওয়ামীলীগ ও হাসিনার পতন হয়েছে।
পরিশেষে সেমিনারে উপস্থিত ব্যাক্তিরা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন।