নেত্রকোনা প্রতিনিধি – গজনবী বিপ্লব: নেত্রকোণার পরলা এলাকায় আরোগ্য হোমিও হলে রোগীকে যৌন হয়রানীর কারণে থানায় অভিযোগ করেছে এক ভোক্তভোগী নারী। গত ২১ এপ্রিল বিকাল ৫টার দিকে এক নারী তার চিকিৎসার জন্য নেত্রকোণা – ঢাকা বাসষ্টেন্ডের ১০০ গজ পশ্চিমে আরোগ্য হোমিও হলে যান তার শারীরিক সমস্যার চিকিৎসার জন্য। আরোগ্য হোমিও হলে যাওয়ার পর ডাক্তার ফোনের মাধমে তার সমস্যার কথা শুনে হোমিও হলে থাকা লোক তাকে পরীক্ষা নিরীক্ষার কথা বলে রোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। বার বার নিশেধ করার পরেও তিনি যৌন হয়রানী থেকে রক্ষা পাননি।
গত ০৩ মে ভোক্তভোগী মহিলা বাদি হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক জলিল জানান, আমি ঘটনা স্থল রিদর্শন করেছি। অভিযোগকারী যে ঘটনার দিন চিকিৎসা দিয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে।

আরোগ্য হোমিও হলে কাউকে না পাওয়ার কারণে জিজ্ঞাসাবাদ করা যায়নি।
অভিযোগকারী বলেন, একজন রোগী তার সমস্যা সমাধানের জন্য ডাক্তারের স্বরণাপন্য হয়, আর যদি ডাক্তাররা রোগীদের সাথে থারাপ ব্যাবহার করে তাহলে আমরা কোথায় যাব।
পারলা এলাকার মাসুদ মিয়া জানায়, চিকিৎসা নিতে এসে যদি মানুষ হয়রানির শিকার হয় তাহলে আর রোগীরা যাবে কোথায়। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।