বাসস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব এহছানুল হক বলেছেন, ‘নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।’
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ‘আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি, কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, এখনো করি না এবং ভবিষ্যতেও করব না।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকবে।’
সচিব আরও বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলো- সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনকালীন সময়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের অধীনে দায়িত্ব পালন করব। আমার বিশ্বাস, মাঠ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’
তিনি বলেন, ‘আমি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছি। এখন আমাদের আলোচনা করতে হবে, এই মুহূর্তে আমাদের কী করণীয়।’
সচিব জানান, ‘মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি ফিরলে প্রশাসনিক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তারা কীভাবে দায়িত্ব পালন করবেন।’
তিনি বলেন, ‘যদি সুযোগ পাই, আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। আমার দৃঢ় বিশ্বাস, আমার কর্মকর্তারা সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’
জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এখনো আলোচনা হয়নি। তবে আমি বলতে পারি, নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসাররাই সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। তাদের সহায়তায় মাঠ প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। সম্ভবত সশস্ত্র বাহিনী বা বিজিবিও আমাদের সঙ্গে দায়িত্ব পালন করবে।’
তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা ১৯৯১ সালে নির্বাচন পরিচালনা করেছি। তখন আমাদের সঙ্গে শুধু আনসার সদস্যরা ছিলেন। তারপরও সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়নি। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষ থাকলে কোনো বিতর্কের সুযোগ থাকে না। আগামীতে আমরা সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করব।’
সচিব বলেন, ‘আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা পেলে আমার কর্মকর্তারা একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবেন। যদি কেউ নিরপেক্ষতা বজায় না রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’