অনলাইন ডেক্স: বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের তীব্রতা বেড়েছে। তিন ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সরেজমিন দেখা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা। ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ছে। আগুন ধরে গেছে ভবনের বাইরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোতে।
ঘটনাস্থলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।