নিউজ প্রকাশিত হওয়ায় প্রতিনিধিকে হয়রানি…  বাদীর সংবাদ সম্মেলন।কে এই   মমিনুল হক মমিন   ও হাফিজুর রহমান বাবু…..

নিজস্ব প্রতিবেদক : টঙ্গী :টঙ্গী  পূর্ব থানার ১৬৩০ জিডি নং এ, এর ভিত্তিতে নিউজ করায় সাংবাদিক শামীমা খানম কে বারবার হয়রানীর অভিযোগ।।। গত  পনেরো বছর যাবত কাজী মোস্তাফিজুর রহমান কে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে  মমিনুল হক মমিন ও হাফিজুর রহমান বাবুর নামে। পাল্টাপাল্টি মামলার করার পরিপেক্ষিতে অবশেষে  টঙ্গি পূর্ব থানায় দুজনদের সমন্বয় করার জন্য ডাকেন প্রশাসন। 

গত ২৬ শে তারিখ টঙ্গি পূর্ব থানায় নিজে বাঁচার জন্য  অভিযোগ করে সংবাদ সম্মেলনের কথা প্রচার করেন মুমিনুল হক মমিন।  কাজি মোস্তাফিজুর রহমানের নিজ বাসায় সাংবাদিকদের ডেকে সকাল দশটায়   সংবাদ সম্মেলন করে, তিনি এসব কথা বলেন। 

Oplus_0

ঢাকা জিন্স এর পরিচালনার দায়িত্বে আছে মমিনুল হক মমিন। গত ২৫ শে নভেম্বর জিডির ভিত্তিতে স্থানীয় সাবেক কাউন্সিলর সায়রা আক্তার মৌসুমী ও তার স্বামী বাবুল আক্তার কে দিয়ে মমিনুল হক মমিন খালাতো ভাইয়ের পরিচয়ে প্রতিনিধি ও  কাজী মোস্তাফিজুর রহমানকে ডেকে হুমকি দেন সাহেরা আক্তার মৌসুমী ও তার স্বামী বাবুল আক্তার। পরেরদিন বিভিন্ন লোক মাধ্যমে ভয় দেখাচ্ছেন, বাদী কাজী মোস্তাফিজুর রহমানকে।

প্রতারক ও জালিয়াতি করে কোটি টাকার মালিক মমিনুল হক মমিন ও হাফিজুর রহমান বাবুর লাগাম ধরবে কে….।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।