নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের উদ্বোধন

শেরপুর থেকে জেসমিন জাহান দীপ্তি : ‘ড্রাইভিং শিখে ক্যারিয়ার গড়ব’ — এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নালিতাবাড়ী ড্রাইভিং ট্রেনিং সেন্টার। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের বাইপাস গোলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল এবং দোয়া পরিচালনা করেন হাফেজ ইসমাইল হোসেন। এসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান সোহেল, সহসভাপতি বিপ্লব দে কেটু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অতিথিরা ফিতা কেটে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেন্টারটিতে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং নারীদের জন্য স্কুটি চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্যোক্তাদের মতে, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা ড্রাইভিং দক্ষতা অর্জন করে স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com