শ্রাবন্তী আক্তার: ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আচারগাঁও ইউনিয়নের উত্তর হাওলাপাড়া গ্রামে জমির রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৬ জুন ২০২৫ সোমবার সকাল অনুমান ১০টার দিকে সাইফুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ভূঁইয়ার জমির মধ্য দিয়ে একটি রাস্তা ছিল, যা দিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যাতায়াত করতেন এবং কৃষকরা জমিতে গিয়ে চাষাবাদ করতেন। অভিযোগ রয়েছে, ওই রাস্তার সামনে বসবাসকারী মোছা. নাছিমা আক্তার সম্প্রতি রাস্তার মাটি কেটে সরিয়ে নেন। এতে কৃষিকাজসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়।
এ প্রসঙ্গে সাইফুল ইসলাম ভূঁইয়া প্রতিবাদ জানালে নাছিমা আক্তার ও তার ছেলে রাজু ভূঁইয়া তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মরক্ষার্থে সাইফুল ইসলাম পাল্টা প্রতিরোধ করেন এবং এতে উভয়পক্ষেই কিছুটা আহত হন।
ঘটনার পর নাছিমা আক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া ও তার স্ত্রীর নামে একটি মামলা দায়ের করেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।