নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত

ইউসুফ হুসাইন লালপুর,নাটোর: ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে। শনিবার সকালে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তার পরিচিতি ও বর্ন্যাঢ্য রাজনৈতিক জীবনে সাংবাদিকদের ভুমিকা অগ্রগন্য। যা শরীরের রক্ত য়েও শোধ করা যাবেনা। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। তাই সবার উচিৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান, সহ সভাপতি শহীদুল হক সরকার, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, বুলবুল আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ বিন আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীমসহ অন্যান্যরা।

সটঃ- রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য, বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *