ইউসুফ হোসাইন নাটোর: নাটোরে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। বুধবার সকাল ১১টার দিকে লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, কি›ন্ডরগার্ডেন উপজেলা শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি রাজিব হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দেশের সব শিশু যখন সমান পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করছে, তখন কেবল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক বিভাজনের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বঞ্চিত হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। তাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে সরকারের প্রতি দাবী জানান তারা। পরে শিক্ষক প্রতিনিধিরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন।