নাটোরে পরিবহন মালিক শ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসুচি

মোঃ ইউসুফ হুসাইন (নাটোর) প্রতিনিধি // নাটোরে পরিবহন মালিক শ্রমিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড়ে এক মানববন্ধন কর্মসুচি পালন করে রাজকীয় পরিবহনের মালিক ও শ্রমিকরা। মানববন্ধনে রাজকীয় পরিবহনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মশিউর রহমান বলেন, নাটোরের আর পি পরিবহনের মালিক মোঃ মানিক, হানিফ, মনির ও মুক্তার হোসেন প্রভাব খাটিয়ে রাজকীয় পরিবহনের পাঁচটি গুরুত্বপূর্ণ রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে আপোষ বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। কিছুক্ষণ পরেই একদল শ্রমিক শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে রাজকীয় পরিবহনের কাউন্টারের লোকজনকে বের করে দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনার সাধে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঐ বাস টার্মিনালে আর পি পরিবহনের শ্রমিক মালিকদের পক্ষ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আর পি পরিবহনের মালিক মুক্তার হোসেন বলেন, কোন রুটেই রাজকীয় পরিবহনের পরিবহনের বাস চলাচল বন্ধ করা হয়নি। রাজকীয় পরিবহনের মালিক মজিবুর রহমান প্রভাব বিস্তার করে নানা অপতৎপরতা চালান। তাদের হামলায় বহু বাস মালিক শ্রমিক আহত হয়েছে। সেসব ঘটনায় মামলা হলেও আজ পর্যন্ত পুলিশ মুজিবুর রহমানকে গ্রেফতার করেনি। শনিবারও তার লোকজন আর পি পরিবহনের শ্রমিকদের উপর হামলা করেছে। তারা অবিলম্বে রাজকীয় বাসের মালিক মুজিবুর রহমানকে গ্রেফতার করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *