উসুফ হোসাইন লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে একটি ছোট বাগডাশ বা গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার চাত্রার মাঠ থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক আনোয়ারুল ইসলাম জানান, চাত্রার মাঠে একটি বাগডাশ বা গন্ধগোকুল দেখতে পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে জাল দিয়ে প্রাণীটিকে আটকানো হয়। পরে প্রাণীটিকে খাঁচাবন্দী করে নিরাপদে রাখা হয়। আটকের সময় বাগডাশ বা গন্ধগোকুলের আঁচরে একজন আহত হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, প্রাণীটি আটকের বিষয়টি রাজশাহী বন্যপ্রাণী বাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।রাজশাহী বিভাগীয় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদশর্ক মোঃ জাহাঙ্গীর কবির জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাগডাশ বা গন্ধগোকুলকে পৃথিবীর বিপন্নপ্রায় প্রাণীর তালিকাভুক্ত করেছে।