নাটোরের বড়াইগ্রামে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের টহল দলের যৌথ প্রচেষ্টায় ছিনতাইকৃত মাছ ভর্তি গাড়ি উদ্ধার

ইউসুফ হোসাইন  লালপুর,নাটোর প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামে সেনাবাহিনীর টহল দল ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় একটি মাছ ভর্তি ছিনতাইকৃত গাড়ি শুক্রবার  (১১ এপ্রিল) বিকেলে নাটোর জেলার বড়াইগ্রামে গ্রাম উপজেলার আহম্মেদ পুর এলাকা থেকে উদ্ধার হয়েছে।  জানা যায়, নাটোর সদর উপজেলার হরিশপুর এলাকার মোঃ মিলন সরকার পিতা অজ্ঞাত তাহাদের পুকুরে মাছ বোঝাই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, নাটোর সদর আর্মি ক্যাম্পে অভিযোগ এর পেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশের যৌথ টহল দলের   প্রচেষ্টায় মাছ বোঝাই গাড়িটি উদ্দার করা হয়। পরে ছিনতাইকৃত মাছ বোঝাই গাড়ি টি উদ্ধার করে সন্ধ্যায় নাটোর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ছিনতাইকারীদের সনাক্ত কার্যক্রম চলমান ও এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *