নতুন নির্বাচন কমিশনার হলেন যারা….

ডেস্ক রিপোর্ট :  নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। 

এ ছাড়া নির্বাচন কমিশনার পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার।এই পদে যোগ্য ব্যক্তিদের নাম খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয়। ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর ১ মাস পর ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।এতে নির্বাচন কমিশনারদের পদ শূন্য হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।