নিজস্ব প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
২০২৫ সালের ৬ নভেম্বর ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেন।
উল্লেখ্য, ৫ নভেম্বর সরকারি কৃষি প্রণোদনা সংক্রান্ত বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর অফিসকক্ষে হামলা চালান রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলু। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। মামলা তদন্ত কার্যক্রম বর্তমানে পুলিশ কর্তৃক চলমান রয়েছে।