এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী। এই এ্যাডভোকেট খোদাদাদ খান পিটুর বিরুদ্ধে বারের সভাপতি থাকা অবস্থায় নিজ দলীয় লোকজনদের সাথে দুর্ব্যবহার এবং দলীয় ছেলেদের কাছ থেকে জামিন করে দেওয়ার কথা বলে বেশি বেশি টাকা নেওয়া সহ তাদেরকে হয়রানি পেরেশানি করা সহ কথায় কথায় দলীয় লোকজনদের ধমক দেওয়ার অভিযোগও রয়েছে। খোদাদাত খান পিটু নওগাঁ শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের ছেলে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর এবং পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ রাত আড়াইটার সময় নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।