নওগাঁর পত্নীতলায় মোয়াল্লেম মান উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিনিধি: নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মোয়াল্লিম মান উন্নয়ন ক্লাস প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়েছে।                            

শনিবার নজিপুর মডেল মসজিদে দিনব্যাপী কর্মশালায় নওগাঁ জেলা পশ্চিমের  তালিমুল কোরআন ফাউন্ডেশনের কেয়ারটেকার মুয়াল্লিম মাওলানা মোঃআব্দুল মুকিমের সভাপতিত্বে মাওলানা মোফাচ্ছেলের পরিচালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মোয়াল্লিম প্রশিক্ষক ক্বারী মাওলানা মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা  অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হারুনুর রশিদ, মুয়াল্লিম হাসান, মুয়াল্লিম কামরুল।

এসময় অনুষ্ঠানে নওগাঁ জেলা পশ্চিমের বিভিন্ন থানা হতে অর্ধ শতাধিক মুয়াল্লিম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।