আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কর্তৃক সোমবার পত্নীতলা ডিজএ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রাঙ্গনে প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা কর্মসূচী, শিক্ষা ও চিকিৎসা সেবার আওতায় অর্ন্তভুক্তিকরণে আমাদের করণীয় শির্ষক অ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেসী ক্যাম্পেইন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা ডিজএ্যাবল পিপলস অর্গানোইজেশন টু ডেভেলপমেন্টের পরিচালক কাউসার আলি সহ গ্রাম্য প্রতিবন্ধী নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
এসময় উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ২০টি গ্রামের প্রতিবন্ধী ভাই-বোন ও প্রতিবন্ধী পরিবারের সদস্যবৃন্দ সহ মোট ৪৮ জন অ্যাডভোকেসী ক্যাম্পেইন কর্মসূচীতে অংশগ্রহন করেন।