নওগাঁর পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় পাটিচরা ইউনিয়নের পাটিআমালাই গ্রামে দেশি বীজ বিনিময়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে অনুষ্ঠিত বীজ বিনিময় উৎসবে গ্রাম উন্নয়ন দলের সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাবানা বেগম, পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের সভাপতি আব্দুল মজিদ, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, মাসুদ রানা প্রমুখ।

দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ এর উদ্দেশ্যে  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রাজশাহী অঞ্চলের উদ্যোগে দেশী বীজ বিনিময় উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে পত্নীতলার ১১০ টি গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। গ্রাম উন্নয়ন দল এবং মাদার্স ক্লাবের উদ্যোগে গ্রামে গ্রামে সামাজিক মানচিত্রায়ন, সমস্যার অগ্রাধিকার এবং পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। পাটআমলাই গ্রামে ইতোপূর্বে প্রত্যেকটি বাড়িতে শাক সবজির বাগান, গ্রামের রাস্তাঘাট এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গ্রামে পাঠাগার গড়ে তোলা এবং সচেতনতামূলক ক্যাম্বেইন পরিচালিত হয়েছে।

দেশি বীজ বিনিময়ে উৎসবে পাটিআমলাই গ্রামের ১১৯টি কৃষক পরিবারের প্রত্যেককে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, চাল কুমড়া, লাউ, মূলা, পালংশাক, সবুজ শাক, লাল শাক, শশা, ধনেপাতা, ধুন্দল, কলমি, সরিষা, পাটশাক এবং একটি করে পেঁপের চারা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com