নওগাঁর পত্নীতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা/২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার আয়োজনে পত্নীতলা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিতর্ক প্রতিযোগিতার মডারেটর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, বাবু অজিত রায়, রঞ্জু রানী মন্ডল, পপি রানী, আব্দুল মতিন, পরেশ টুডু সহ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

উক্ত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগীতায় ফাইনাল রাউন্ডে মুল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে এ বিষয়ে বিতর্কের পক্ষে ছিলো নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এতে নজিপুর বালিকা উচ্চ বিদ‍্যালয় বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হন নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নেফতাহুল জান্নাত। শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।