নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত 

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইশতিয়াক আহম্মেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম খোকন, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, শাহানাজ পারভীন, ইউ আর সি অফিসার আহসান হাবিব, উপজেলা পরিসংখ্যান অফিসার সুজন কুমার কর, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *