নওগাঁর পত্নীতলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত 

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।

 “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নিশিত কুমার চৌধুরী, 

এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জহুরুল হক, পিআইও আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।