আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলায় বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এর এনসিওর প্রকল্পের উদ্যোগে উপজেলা ইডিসি কমিটি’র ষান্মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন, এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগন, কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ প্রকল্পের অন্যন্য স্ট্যাফবৃন্দ।
সভায় প্রকল্পের বিগত সময়ের বাস্তবায়িত কাজের বিবরন ও আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। আলোচনার শুরুতেই ফলোআপ সাপোর্ট হিসাবে উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ছাতা এবং এসটিএফ উপকরন বিতরন করা হয়।